“আসসালামু আলাইকুম”
সবাই
কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।আপনাদের সবাইকে অনেক প্রীতি
ও শুভেচ্ছা জানিয়ে আমার এই পোষ্টটি সবার সাথে শেয়ার করছি……
আজ আপনাদের এক অসাধারন সফটওয়্যার এর কথা জানাব এবং আশা করি আপনাদের সবার অনেক ভাল লাগবে।কাল আমি এই সফটওয়্যার এর কথা বলেছিলাম কিন্তু সেটা ছিল মোবাইলের এবং আজকের টা হচ্ছে কম্পিউটার এর। আমরা অনেক সময় ওয়েবসাইট থেকে গান ডাওনলোড করি সেখানে দেখা যায় সেই ওয়েবসাইট এর লোগো আপনি চাইলে খুব সহজে এই অ্যাপস দিয়ে আপনার পছন্দের ছবি যোগ করতে পারেন এবং গান শোনার সময় আপনার ছবি টি ঐ লোগোর স্থানে দিয়ে দিতে পারেন।তাছাড়া এর দ্বারা আপনি গানের টাইটেল,কম্পুজারএবং কমেন্ট যোগ করতে পারবেন। তারপর বন্ধু দের সাথে সেই গান টি শেয়ার করুন এবং সবাইকে দেখান আপনি কি করতে পারেন। তো চলুন অ্যাপস সম্পর্কে জানা যাক অ্যাপস টির নাম হল Mp3 Tag নামের মাঝেই বোঝা যায় এর কাজ কি আর আমার মনে হয় কম বেশি সবাই এই অ্যাপস সম্পর্কে অবগত।
তার পরেও যারা এই অ্যাপস নতুন ইউস করবেন তাদের জন্য কিছু কথা বলিঃ-
এর একটি বিশেষ সুবিধা হল অনেক গুলো গান আপনি এক সাথে tag করতে পারবেন।এটি একটি জিপ ফাইল।আপনি অ্যাপস টি ডাওনলোড করার পর extract করে নিন এবং ইন্সটল করুন,তারপর প্রবেশ করুন এবং আপনার ইচ্ছামত গান ওপেন করুন এরপর আপনার ইচ্ছামত যে কোন টাইটেল,কম্পুজারএবং কমেন্ট বসিয়ে অপশন এ ক্লিক করে albam art এ আপনার পছন্দ মত ছবি নিন তারপর সেভ করুন অর্থাৎ আপনিন গানগুলোর সকল Description এক ক্লিকে মুহূর্তে পরিবরতন করতে পারবেন। তারপর দেখুন আপনার গানে আপনার সিলেক্ট করা ছবি টি দেখা যাচ্ছে। কেমন লাগছে?
এটি মাত্র 5.4এমবি ডাওনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
আশা করি এই পোষ্ট টি আপনার কাজে আসবে।এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না।
আরেকটি কথা এই পোষ্ট সম্পর্কে আপনার কোন প্রশ্ন,কৌতুহল,জিজ্ঞাসা বা অন্য যেকোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন বা ফেইসবুকে ইনবক্স করুন।
□আমার ফেইসবুক ঠিকানাঃ www.facebook.com/riaj121bd©
®আমার আইটি বিষয়ক ছোট্ট ফেইসবুক পেইজঃ এখানে …™
▫▪আপনারা সবাই ভাল থাকুন;আমাদের সাথে থাকুন,নিজে জানুন অন্যকে জানান।▪▫
No comments:
Post a Comment