নিচের ছবির মত আপনার কম্পিউটারের হার্ডডিস্কে সংরক্ষিত সকল ফোল্ডারের ভিতরে ঐ ফোল্ডারের নামে একটি করে শর্টকাট ফাইল তৈরি হচ্ছে ?
এই শর্টকাট ফাইলগুলো ডিলিট করলেও আবার চলে আসছে ? অ্যান্টি-ভাইরাস ব্যবহার করে কিংবা নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়েও তেমন কোন সুফল পাচ্ছেন না ?
তাহলে এখনি উপরোক্ত সমস্যার সমাধান করে নিন মাত্র কয়েক মিনিটের মাঝে; আমার তৈরি করা 660KB সাইজের ছোট্ট একটি সফটওয়্যার “HDD Shortcut Virus Remover v1.0 (100% Working!)” দিয়ে !
তো চলুন এই সফটওয়্যারের ফিচারগুলো জেনে নেওয়া যাকঃ

একটু লক্ষ্য করুনঃ স্ক্যান করা শেষে কম্পিউটার রিস্টার্ট হলে হয়ত দেখতে পারেন যে, সকল ড্রাইভ থেকে শর্টকাট ফাইলগুলো দূর হলেও সিস্টেম ড্রাইভগুলো থেকে শর্টকাট ফাইলগুলো রিমুভ হয় নি ! এখন হয়ত আপনি ভাবতে পারেন যে, তাহলে কি সিস্টেম ড্রাইভ থেকে ভাইরাস রিমুভ হয় নি ? ওগুলো কি এখনও রয়ে গেছে ?? যদি এমনটি ভেবে থাকেন; তাহলে আপনার ধারণা ভুল হবে । আসলে সিস্টেম ড্রাইভ থেকেও ভাইরাস রিমুভ করা হয়েছে এবং ভাক্সিনও প্রয়োগ করা হয়েছে । তাহলে মনে হয়ত প্রশ্ন আসতে পারে, এই শর্টকাট ফাইলগুলো থেকে গেল যে ? হ্যাঁ, ওগুলো থেকে যাওয়ার কারণ হল সফটওয়্যারটিকে সিস্টেম ড্রাইভের কোন শর্টকাট ফাইলে হাত না দিতে বারন করা হয়েছে । কেননা, সিস্টেম ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ শর্টকাট ফাইল থাকে; যেগুলো ক্ষতিগ্রস্ত হলে আপনার কম্পিউটারের ডেক্সটপ, স্টার্টমেনু সহ আর কিছু জিনিস উল্টাপাল্টা হয়ে যেতে পারে । তবে বিষাক্ত মৃত সাপ দেখে যেমন ভয় পাওয়ার কোন কারণ নেই; তেমনি ঐ শর্টকাট ফাইলগুলো দেখেও ভয় পাওয়ার কোন কারণই নেই । কারণ, মৃত সাপ যেমন কারও কোন ক্ষতি করতে পারে না; তেমনি ঐ Invalid (অকার্যকর) ফাইলগুলো আপনার কোন ক্ষতিই করতে পারবে না । কেননা, যখনই ভাইরাস রিমুভ হয়ে যাবে; তখনই ঐ শর্টকাট ফাইলগুলো অকার্যকর হয়ে যাবে । সুতারং, সেগুলো ম্যানুয়ালি ডিলিট করলেও তেমন কোন লাভ নেই; আবার রেখে দিলেও কোন ক্ষতি নেই । তবে হ্যাঁ, জীবন্ত সাপ থেকে কিন্তু সাবধানে থাকবেন !
আর যাদের কম্পিউটার এখনও এই ভাইরাসে আক্রান্ত হয় নি; তারাও আমার এই সফটওয়্যারটি সংগ্রহে রাখতে পারেন, কারণ এটি হয়ত একসময় আপনাকে বেশবড় এবং বিরক্তিকর এই ধরনের ঝামেলা থেকে সহজেই রক্ষা করতে পারবে ।
এই শর্টকাট ফাইলগুলো ডিলিট করলেও আবার চলে আসছে ? অ্যান্টি-ভাইরাস ব্যবহার করে কিংবা নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়েও তেমন কোন সুফল পাচ্ছেন না ?
তাহলে এখনি উপরোক্ত সমস্যার সমাধান করে নিন মাত্র কয়েক মিনিটের মাঝে; আমার তৈরি করা 660KB সাইজের ছোট্ট একটি সফটওয়্যার “HDD Shortcut Virus Remover v1.0 (100% Working!)” দিয়ে !
তো চলুন এই সফটওয়্যারের ফিচারগুলো জেনে নেওয়া যাকঃ
- সাইজ খুবই ছোট এবং ব্যবহার করা খুবই সহজ ।
- খুব অল্প সময়ের মাঝেই সম্পূর্ণ হার্ডডিস্ক স্ক্যান ।
- সম্পূর্ণভাবে ভাইরাস রিমুভের পাশাপাশি ভাইরাসের তৈরি করা ফোল্ডারের আইকন বিশিষ্টশর্টকাট ফাইলগুলো রিমুভ ।
- Windows Registry Editor থেকে ভাইরাসের এন্ট্রিগুলো সম্পূর্ণভাবে রিমুভ ।
- হার্ডডিস্কের সকল সিস্টেম পার্টিশন চিহ্নিত করে সেই পার্টিশনগুলতে ভ্যাক্সিন প্রদান; যাতে করে আগামীতে কখনও এই ভাইরাস দ্বারা কম্পিউটার আক্রান্ত না হতে পারে! আর এই ফিচারটি ডুয়াল-বুট ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপযোগী করে তৈরি করা হয়েছে; কারণ, যে কোন একটা অপারেটিং সিস্টেম চালু করে সফটওয়্যারটি রান করলেই অন্য পার্টিশনে থাকা অপারেটিং সিস্টেমগুলতেও স্বয়ংক্রিয়ভাবে ভাক্সিন প্রদান করা হবে । তবে নতুন করে উইন্ডোজ সেটআপ দিলে শুধুমাত্র সেই সিস্টেম পার্টিশনের ভ্যাক্সিন নষ্ট হয়ে যাবে ।
- ১০০% নিরাপদ এবং ভাইরাসমুক্ত ।
- প্রথমে ওটা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন । সাইজ মাত্র ৬৬০ কিলোবাইট !
- ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি RUN করুন । (ডাবল ক্লিক করলেই RUN হবে) । এটা ইন্সটল করার প্রয়োজন নেই । তাহলে একটা মেসেজ বক্স আসবে । ওটা পড়ুন । পড়া শেষ হলে OK চাপুন । ব্যাস, Silent Scaning শুরু হয়ে যাবে । একটু অপেক্ষা করুন । তাহলে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন । মেসেজটা পড়ে OK চাপুন । তারপরের মেসেজ এ আপনার কম্পিউটার রিস্টার্ট করার অনুমতি চাওয়া হবে । তখন OK তে ক্লিক করলেই কম্পিউটার রিস্টার্ট হবে ।

একটু লক্ষ্য করুনঃ স্ক্যান করা শেষে কম্পিউটার রিস্টার্ট হলে হয়ত দেখতে পারেন যে, সকল ড্রাইভ থেকে শর্টকাট ফাইলগুলো দূর হলেও সিস্টেম ড্রাইভগুলো থেকে শর্টকাট ফাইলগুলো রিমুভ হয় নি ! এখন হয়ত আপনি ভাবতে পারেন যে, তাহলে কি সিস্টেম ড্রাইভ থেকে ভাইরাস রিমুভ হয় নি ? ওগুলো কি এখনও রয়ে গেছে ?? যদি এমনটি ভেবে থাকেন; তাহলে আপনার ধারণা ভুল হবে । আসলে সিস্টেম ড্রাইভ থেকেও ভাইরাস রিমুভ করা হয়েছে এবং ভাক্সিনও প্রয়োগ করা হয়েছে । তাহলে মনে হয়ত প্রশ্ন আসতে পারে, এই শর্টকাট ফাইলগুলো থেকে গেল যে ? হ্যাঁ, ওগুলো থেকে যাওয়ার কারণ হল সফটওয়্যারটিকে সিস্টেম ড্রাইভের কোন শর্টকাট ফাইলে হাত না দিতে বারন করা হয়েছে । কেননা, সিস্টেম ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ শর্টকাট ফাইল থাকে; যেগুলো ক্ষতিগ্রস্ত হলে আপনার কম্পিউটারের ডেক্সটপ, স্টার্টমেনু সহ আর কিছু জিনিস উল্টাপাল্টা হয়ে যেতে পারে । তবে বিষাক্ত মৃত সাপ দেখে যেমন ভয় পাওয়ার কোন কারণ নেই; তেমনি ঐ শর্টকাট ফাইলগুলো দেখেও ভয় পাওয়ার কোন কারণই নেই । কারণ, মৃত সাপ যেমন কারও কোন ক্ষতি করতে পারে না; তেমনি ঐ Invalid (অকার্যকর) ফাইলগুলো আপনার কোন ক্ষতিই করতে পারবে না । কেননা, যখনই ভাইরাস রিমুভ হয়ে যাবে; তখনই ঐ শর্টকাট ফাইলগুলো অকার্যকর হয়ে যাবে । সুতারং, সেগুলো ম্যানুয়ালি ডিলিট করলেও তেমন কোন লাভ নেই; আবার রেখে দিলেও কোন ক্ষতি নেই । তবে হ্যাঁ, জীবন্ত সাপ থেকে কিন্তু সাবধানে থাকবেন !
আর যাদের কম্পিউটার এখনও এই ভাইরাসে আক্রান্ত হয় নি; তারাও আমার এই সফটওয়্যারটি সংগ্রহে রাখতে পারেন, কারণ এটি হয়ত একসময় আপনাকে বেশবড় এবং বিরক্তিকর এই ধরনের ঝামেলা থেকে সহজেই রক্ষা করতে পারবে ।
No comments:
Post a Comment