Wednesday, August 21, 2013

[Android Tethering]: পিসি থেকে মোবাইল বা মোবাইল থেকে পিসিতে ইন্টারনেট শেয়ার করুন

কখনো ভেবেছেন এন্ড্রয়েড মোবাইলের ইন্টারনেট কানেকশন যদি পিসি/ল্যাপটপে নেওয়া যেত। তাহলে আর আলাদা নেট প্রোভাইডারের খরচ লাগত না। অথবা পিসির ব্রডব্যান্ড নেট/ওয়্যারলেস কানেকশন যদি মোবাইলে ব্যবহার করা যেত তাহলে কত সুবিধাই না হত। এটাকে বলে Tethering করা। এগুলো এন্ড্রয়েড ডিভাইসের জন্য কোন ব্যাপারই
এন্ড্রয়েডের নিজস্ব ফিচার বা ছোট কিছু সফটওয়্যার দিয়েই ইন্টারনেট শেয়ার করা সম্ভব।

১। ফোন/ট্যাবলেট থেকে ফোনঃ

Wi-fi Hotspot:

এন্ড্রয়েড ফোন/ট্যাবলেটে ওয়াই-ফাই হটস্পট নামক একটি ফিচার আছে যার মাধ্যমে আপনি মোবাইল অপারেটরের ডাটা কানেকশন শেয়ার করতে পারবেন। এটি চালু করার জন্য প্রথমে নেট কানেকশন চেক করে নিন। তারপর Settings > Wireless & networks > More.. > Tethering and portable hotspot এ গিয়ে Portable Wi-Fi Hotspot চালু করুন। ইচ্ছা করলে Configure Wi-fi hotspot এ গিয়ে সেটিংস চেঞ্জ করতে পারেন, যেমনঃ পাসওয়ার্ড দেওয়া যাতে আপনি ছাড়া আর কেউ কানেক্ট করতে না পারে।
2013_08_20_02.07.382013_08_20_02.07.512013_08_20_02.08.00
এছাড়া নিচের অ্যাপসগুলোর মাধ্যমেও ওয়াই-ফাই টেথার করা যায়ঃ
Wifi Hotspot
( এটা দিয়ে ইউএসবির মাধ্যমে পিসিতেও নেট কানেকশন দেওয়া যায় )
Easy Wi-fi
  • Barnacle Wifi Tether ( এটা ব্যবহারে রুট এক্সেস প্রয়োজন )
Barnacle
Wireless Tether
Open Garden

Bluetooth Tethering:

এন্ড্রয়েড ডিভাইসগুলোতে ব্লুটুথের মাধ্যমেও টেথারিং করা যায়। এর জন্য নেট কানেকশন চালু করে ডিভাইসের Settings > Bluetooth অপশনে গিয়ে ব্লুটুথ অন করুন। তারপর Settings > Wireless & networks > More.. > Tethering and portable hotspot এ গিয়ে Bluetooth Tethering অপশন চালু করে দিন।
ed5pO
এরপর যে ডিভাইসের সাথে টেথার করতে চান, ব্লুটুথ লিস্ট থেকে সেই ডিভাইসটি সিলেক্ট করে ব্লুটুথ টেথারিং চালু করুন।

Pdanet:

PDA_1
PDA_2
যদি আপনার ফোন বা ট্যাবলেটের নেট কানেকশন শেয়ার করতে চান তাহলে আপনাকে Pdanet Tablet  ইনস্টল করতে হবে। এই এপ্লিকেশনের মাধ্যমে wi-fi এবং Bluetooth দিয়ে নেট শেয়ার করা যায়। সেট রুট করার দরকার নেই। এন্ড্রয়েড ২.২ থেকে উপরের সব ভার্শন সাপোর্টেড।
যদি মোবাইল অপারেটরের নেট শেয়ার করতে চান তাহলে wi-fi এবং Bluetooth দুটোর মাধ্যমেই শেয়ার করতে পারবেন। কিন্তু ওয়াই-ফাই কানেকশন শেয়ার করার জন্য ব্লু-টুথ ব্যবহার করতে হবে।

FoxFi:

Playstore: https://play.google.com/store/apps/details?id=com.foxfi&hl=en
Pdanet এর সাথে এটাও ব্যবহার করা যায়। অনেক সময় ট্যাবলেট থেকে নেট শেয়ার করার সময় ফোনে এই অ্যাপটি ইন্সটল করা লাগতে পারে।
FoxFi_1

BlueDUN:

https://play.google.com/store/apps/details?id=com.bluedun&hl=en
BlueDun

২। ডিভাইস থেকে পিসি/ল্যাপটপেঃ

USB Tethering:

প্রথমে Settings > Developer Options এ গিয়ে USB Debugging Mode অন করুন।
এন্ড্রয়েড ডিভাইস পিসিতে কানেক্ট করার পর তারপর Settings > Wireless & networks > More.. > Tethering and portable hotspot এ যান। এখানে USB Tethering নামে একটি অপশন দেখতে পাবেন। এটি চালু করুন।
How-to-Tether-Android-Smartphone-289x300
তাহলে পিসিতে নেটওয়ার্ক এডাপ্টার ও ড্রাইভার ইনস্টল হবে। অটো কনফিগার হওয়ার পর আপনার পিসিতে নেট কানেকশন পাবেন।
এ পদ্ধতিতে ডিভাইসের ওয়াই-ফাই এবং মোবাইল অপারেটর উভয় কানেকশনই শেয়ার করা যাবে।

Easy Tether App:

Play Store Link:
https://play.google.com/store/apps/details?id=com.mstream.e2t&hl=en
এটা দিয়ে ইউএসবি এবং ব্লু-টুথ উভয়ের মাধ্যমেই ইন্টারনেট শেয়ার করা যায়। অ্যাপটি চালু করে আপনার পিসি/এন্ড্রয়েড ডিভাইস অনুযায়ী ইনস্টলেশন শুরু করুন।
Easy TetherEasy Tether2

ClockWorkMod Tether:

Download
কৌশিক দত্তের লেখা আরও একটি অসাধারণ অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনার এন্ড্রয়েড ডিভাইস রুট করা ছাড়াই ডিভাইস হতে পিসিতে নেট কানেকশন শেয়ার করতে পারবেন। ব্যবহার খুবই সহজ। ডিভাইসে ইনস্টল করার পর চালু করুন।
আপনাকে পিসির জন্য একটি টেথার সফটওয়্যার নামাতে বলবে যেটা আপনি ডিভাইসে ডাউনলোড করে পিসিতে ট্রান্সফার করতে পারেন।
তারপর ইউসবি টেথার এক্টিভেট করুন। পিসি সাইডের অ্যাপ্লিকেশন ওপেন করতে বলবে।
clockworktether01
এরপর ফোনের নেট কানেকশন ভেরিফাই করার পর মেসেজ দেবে Checking Phone Status.পিসির সফটওয়্যারের ও ফোনের ইউএসবি সাইন সবুজ হয়ে গেলেই আপনার কাজ শেষ।
url
CWM Tether

PdaNet+ :

Playstore Link
Full Free Version:
4shared
Mediafire
পিসিতে নেট কানেকশন নেওয়ার জন্য সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশন। আমি বর্তমানে এটিই ব্যবহার করছি। প্লে-স্টোর থেকে নামিয়ে ইনস্টল করার পর অ্যাপটি চালু করলেই ইন্সট্রাকশন দেওয়া হবে। নির্দেশনা অনুসরণ করে পিসির জন্য টেথার সফতওয়্যার নামিয়ে পিসিতে ট্রান্সফার করুন এবং ইনস্টল করুন। এডাপ্টার ও ড্রাইভার ইন্সটলের অনুমতি চাইলে ‘Yes’ ক্লিক করুন।
ইনস্টল শেষ হলে আপনার ডেস্কটপের টাস্কবারে এই আইকনটি আসবে।
PDAnet +2
ডিভাইস ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করে আইকনটির উপর রাইট ক্লিক করুন। একটা মেনু দেখতে পাবেন।
PDAnet +3
Connect Internet (USB) –তে ক্লিক করুন। খুব দ্রুত ফোনের নেট কানেকশন ভেরিফাই করার পর পিসিতে নেট কানেকশন পেয়ে যাবেন।
PDAnet +4
PDAnet +1
একটাই সমস্যা, ট্রায়াল ভার্সনে কোন লিমিট না থাকলেও ১০-৩০ মিনিট পর পর রিস্টার্ট করতে হবে। তবে আমি ফুল ভার্সনের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। ফুল ভার্সন নামিয়ে ট্রায়াল ভার্সন আন-ইন্সটল করে আবার সেটাপ করুন। পিসিতে নিতুন করে কিছু ইনস্টল করতে হবে না।

এছাড়া আগে উল্লেখিত অনেক অ্যাপ্লিকেশন দিয়েও ওয়াই-ফাই হট স্পটের মাধ্যমে ল্যাপটপে নেট কানেকশন নেওয়া যায়।

৩। পিসি থেকে ডিভাইসে (Reverse Tethering):

Wi-Fi এর মাধ্যমেঃ

http://www.youtube.com/watch?v=JoTosNR8cTk
এই ইউটিউব ভিডিওতে কিভাবে পিসির নেট কানেকশন কোন সফটওয়্যার ছাড়া শেয়ার করা যায় তা দেখানো হয়েছে।
  • প্রথমে Command Prompt বা CMD Administrator হিসেবে চালু করুন
  • তারপর নিচের কমান্ডগুলো একটার পর একটা লিখুন
(i)                 netsh wlan set hostednetwork mode=allow ssid=NAME key=PASSWORD
(ii)               netsh wlan start hostednetwork
NAME এবং PASSWORD এর জায়গায় আপনার ইচ্ছামত নেটওয়ার্ক নাম আর পাসওয়ার্ড দিতে পারেন।
  • এরপর win key+ R চেপে Run উইন্ডো চালু করুন। সেখানে ncpa.cpl লিখে এন্টার করুন। যে উইন্ডো ওপেন হবে সেখান থেকে যে নেটওয়ার্ক শেয়ার করতে চান সেটাতে ডাবল ক্লিক করুন এবং  Properties > Sharing এ যান। Allow other network users to connect through this computer’s intenet connection এ টিক মার্ক দিন।
একটু আগে তৈরি করা নেটওয়ার্ক সিলেক্ট করে দিন।
  • OK ক্লিক করে বের হয়ে আসুন।
  • আপনার পিসিতে একটি ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি হবে যার মাধ্যমে এন্ড্রয়েড ডিভাইসটি ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারবে।
এছাড়া নিচের সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনার ল্যাপটপের নেট কানেকশন ওয়াই-ফাইয়ের মাধ্যমে শেয়ার করতে পারবেন।
Download
  • Mhotspot: Tutorial Link: http://www.androidvedas.com/2011/10/03/share-pc-net-mobile
যাদের ডেস্কটপ পিসিতে Wireless Lan card বা wlan নাই তারা USB wi-fi dongle বা Wi-fi router বা wlan card কিনে পিসিতে লাগিয়ে ওয়াই-ফাই হটস্পট বানাতে পারেন।

Reverse USB Tethering:

যাদের ওয়াই-ফাই নেই তারা এই পদ্ধতিতে পিসি থেকে নেট শেয়ার করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনার ডিভাইস রুট করা লাগবে। নিচে টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া হল ( টিউটোরিয়াল গুলো অনেক বড়। বাংলায় অনুবাদ করা সময় সাপেক্ষ বিধায় লিঙ্ক প্রোভাইড করেছি। এর জন্য আমি দুঃখিত। ভবিষ্যতে সময় পেলে এ বিষয়ে বিস্তারিত লিখব )

[GUIDE] USB Reverse Tethering – New method – All PC operating systems:

http://forum.xda-developers.com/showthread.php?t=2287494

[Tool][Windows Only][Root] Android Reverse Tethering 3.8:

http://forum.xda-developers.com/showthread.php?t=1371345
নিচের অ্যাপগুলো দিয়েও রিভার্স ইউএসবি টেথারিং করতে পারেনঃ

No comments:

Post a Comment