আসসালামু আলাইকুম,
প্রথমেই সবাইকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা রইলো। আশা করি প্রতিটি দিনের মতো আপনারা ভালো
আছেন। আজ আপনাদের সাথে একটি নতুন ফিচার শেয়ার করবো, তাও আবার উইন্ডোজ ৮ নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
=>>উইন্ডোজ ৮ এর একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সকলের সামনে। আশা করি সকলের মাথায় ঢুকিয়ে দিতে পারবো। উইন্ডোজ ৮ এখন অনেকেই বলতে সবাই মোটামুটি ব্যাবহার করছেন। তবে অনেকেই এখনও উইন্ডোজ ৮-এর এসব নতুন নতুন ফিচার সম্পর্কে জেনে উঠতে পারেননি। তাই আমি ঠিক করছি, প্রতিদিন উইন্ডোজ ৮ এর নতুন ফিচার নিয়ে আলোচনা এবং শেয়ার করবো।
আজকের বিষয়ে থাকছে উইন্ডোজ ৮-এ স্ক্রিনশট নেওয়া, তাও আবার কোন সফটওয়্যার ছাড়া।
=>>আগে উইন্ডোজ ৭ এ স্ক্রীনশট নেওয়া অনেক জটিল ছিল, কারণ ৭ এ স্ক্রীনশটের জন্য Print Scrn বাটন চাপতে হত এবং তা Paint এ গিয়ে Ctrl+v চেপে পেস্ট করতে হত, আর তা Paint থেকে Save করতে হত। এতে অনেক জটিল এবং সময় নষ্ট হতো। স্ক্রিনশট নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হত। এজন্য আজ আমি উইন্ডোজ ৮ এর জন্য আরও সহজ পদ্ধতি শেয়ার করবো।
উইন্ডোজ ৮-এ স্ক্রিনশট নেওয়া আগের চাইতে অনেক বেশি সহজ।এখন উইন্ডোজ ৮-এ একটি ক্লিক করেই স্ক্রিনশট নেওয়ার সুবিধা রয়েছে।
অনেক বেশি সহজ উপায়ে নিখুঁত স্ক্রিনশট নিতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন–
- প্রথমে আপনি যেটার স্ক্রিনশট নিতে চান,সেটা ওপেন করুন।
- আমরা উদাহরণ হিসাবে ডেস্কটপের নিখুঁত স্ক্রিনশট নেবো।
- এজন্য ডেক্সটপ থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য অন্যান্য উইন্ডো বন্ধ করবো।
- এখন ডেক্সটপে থাকা অবস্থায় আপনাকে কিবোর্ড থেকে চাপতে হবে Windows+Print Scrn বাটন চাপতে হবে। ঠিক নিচের ছবির মতো…
- Windows+Print Scrn বাটন চাপার পর নিখুঁত স্ক্রীনশট নেওয়া হবে।
- এখন আপনি ভাবছেন আপনার স্ক্রীনশট ছবি কোথায় গেলো?
- স্ক্রীনশট ছবিগুলো আপনি Libraries\Pictures তে পাবেন।
- এক কথায়, আপনার কাঙ্ক্ষিত স্ক্রিনশটটি সোজা গিয়ে জমা হয়ে যাবে পিকচার ফোল্ডারে।
- এখন আপনি স্ক্রীনশট ছবিগুলো দিয়ে ইচ্ছামতো কাজ করতে পারেন।
- কোন সফট ছাড়াই সহজে ছবি তুলে আপনি অনেক সময় বাঁচাতে পারবেন।
- আজকের ট্রিক্স কেমন লাগলো তা অবশ্যই comment করে জানাবেন।
===================================================================
=>আশা করি ট্রিক্স টা Apply করে অনেক মজা পাইবেন।
=>আরেকটা বিশেষ ঘোষণা দিলাম-
যদি ফেসবুকে আমাদের ফ্যান পেজে LIKE না দেন, তাহলে কিন্তু আর কোন দিন পোস্ট করুম না!
পেজ লিংকঃ https://www.facebook.com/riaj121bd
===================================================================আজ এইডা তো গেলো পর্ব ১নং। আগামীতে আরও নতুন পর্ব নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, আর MUST কমেন্ট করবেন। নইলে কিন্তু…..
===================================================================
——ভালো থাকুন – সুস্থ থাকুন——
-riaj121bder সাথেই থাকুন-
————আল্লাহ্ হাফেজ———–
No comments:
Post a Comment