আসসালামু-আলাইকুম,
কেমন আছেন আপনারা? বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আপনাদের সুন্দর একটা তথ্যবহুল টিউন উপহার দিব। কিন্তু করব করব করেও করা হচ্ছিলো না।
আজ বসে গেলাম আপনাদের জন্য এই টিউনটি করতে। এর দ্বারা আপনাদের অল্প পরিমাণ উপকার হলেও আমার এই টিউন করা সার্থক হবে।
তো আসুন আমরা শুরু করি.........
আসুন একটু অন্যভাবে Folder লুকাই
এই ট্রিক্সটি শুধুমাত্র উইন্ডোজ 7 এর জন্য।প্রথমে যেখানে Hidden Folder রাখতে চান, সেখানে একটি "new folder" create করুন। এবার এর ওপর রাইট বাটন ক্লিক করে rename এ ক্লিক করুন।
এবার আপনার start menu থেকে "character map" লিখে সার্চ দিন। রেজাল্ট আসলে character map-এ ক্লিক করুন। ফাঁকা কোন স্থান নির্বাচন করুন। এবার এটা copy করে ঐ folder-এর নাম হিসেবে বসিয়ে enter দিন। ব্যস... নাম ছাড়া folder তৈরি করা হয়ে গেল।
এবার ঐ folder-এর ওপর রাইট বাটন ক্লিক করে properties-এ যান। customize এ ক্লিক করে নিচে change icon-এ ক্লিক করুন। এবার আপনাকে icon ব্রাউজ করতে দিবে। ফাঁকা জায়গা select করুন, ok করুন।
হয়ে গেল আপনার অদৃশ্য ফোল্ডার।
উইন্ডোজ XP ও Vista-তে ফোল্ডার rename-এ ক্লিক করে alt+0160 বা alt+255 টাইপ করুন। এরপর ফাঁকা icon insert করুন।
জেনে নিন উইন্ডোজ-এর জরুরী কিছু শর্ট কী
ctrl+x ফোল্ডার cut হবে।ctrl+v পেস্ট হবে।
ctrl+c কপি হবে।
win+R রান কমান্ড আসবে।
win+tab 3D view দেখতে পারবেন।
win+U+U পিসি shut down হবে।
win+U+R পিসি restart হবে।
space স্ক্রল নিচে নামবে।
alt+tab উমমম.........আমি বলব না, নিজেই চেষ্টা করুন!!!
এখন-ই একটা Heart Screensaver বানিয়ে ফেলুন
প্রথমে ডেক্সটপের ওপর রাইট বাটন ক্লিক করে personalize -এ যান। এবার ডানে নিচে দেখুন screensaver আছে, সেখানে ক্লিক করুন।এবার নতুন উইন্ডো চালু হবে, 3D Text নির্বাচন করুন। এবার settings এ গিয়ে font নির্বাচন করুন "wingdings" এবং text দিন Y.
এবার ok করে preview দেখুন!!
এভাবে আপনি আরও অনেক রকম screensaver তৈরি করতে পারবেন।
Graphics Card এর মেমরি সাইজ চেক করুন
এই ট্রিকটা উইন্ডোজ xp কেবলমাত্র support করবে (তাছাড়া আপনারা যারা অন্যান্য OS ব্যবহার করেন, তারা চেক করে দেখতেও পারেন-কারন আমার সব OS-এ চেক করার সুযোগ হয়নি)১.প্রথমে ডেস্কটপের ওপর রাইট বাটন ক্লিক করে properties এ যান।
২.এবার setting -এ ক্লিক করুন।
৩.এবার advance এ ক্লিক করুন।
৪.এবার adapter-এ ক্লিক করুন।
এখানে আপনার VGA card সম্পর্কে তথ্য দেখতে পারবেন।
কিছু Notepad ট্রিকস, মিস করবেন না
Trick#1 (চেক করুন আপনার anti-virus কাজ করছে কি না)
প্রথমে notepad open করে নিচের কোডটি copy-paste করুন।X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
এবার save করুন antivirus.exe নামে।
যদি আপনার antivirus ঠিকমতো কাজ করে তাহলে সাথা সাথে এটা ডিলিট হয়ে যাবে আর,
কাজ না করলে ওটা থেকে যাবে।
Trick#2 (.log trick)
notepad open করে লিখুন.LOG
যেকোন নামে save করুন (যেমনঃ diary)
এবার এটা আপনি যখনই এটা open করবেন তখনই আপনাকে এটা current date এবং time দেখাবে।
Trick#3 (পিসি দ্রুত Restart করুন)
notepad open করে লিখুন@echo off
Msg* I am dead tired now.
Shutdown –c “Error! I will sleep now! Good byeee” –s
save করুন .bat নামে।
ব্যস...ডাবল ক্লিক করুন, একটা massage আসবে এবং পিসি restart হবে।
Lock করে ফেলুন আপনার কাঙ্খিত ফোল্ডার
মনে করুন আপনি (E) drive-এ Games নামের কোন ফোল্ডার লক করবেন। তাহলে notepad-এ লিখুনren Games Games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
এবং save করুন "hide.bat" নামে।
এবার ওটার ওপর ডাবল ক্লিক করলে আপনার Games নামের ফোল্ডারটি দেখা যাবে না।
আবার notepad-এ লিখুন
ren Games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Games
এবং save করুন "unhide.bat" নামে।
এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারটি আবার দেখা যাবে।
বিঃদ্রঃ কাজটি সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে করবেন, ফোল্ডার হাইড করে পরে ফিরিয়ে আনতে না পারলে আমি দায়ি থাকব না।
অনেক কাজ করা হল, এবার একটু হেসে নিন
দুই বন্ধু গল্প করছে।১ম বন্ধুঃ জানিস, গতকাল বাড়ির পেছনে জঙ্গলে গিয়ে দেখি একটা বাঘ। বাঘ দেখে তো আমি ফুল স্পিডে দৌড় দিলাম। বাঘও আমার পেছেন পেছন দৌড়াতে লাগলো। কিন্তু ও আমাকে ধরতে পারছিল না, যেই ধরতে যাচ্ছিল, তখনি পা পিছলে পড়ে যাচ্ছিল।
২য় বন্ধুঃ তোর তো অনেক সাহস!! আমি হলে তো ওখানেই ভয়ে হিসু করে দিতাম!!!
১ম বন্ধুঃ তুই কি ভেবেছিস বাঘ এমনি এমনি পা পিছলিয়ে পড়ছিল??
এক ক্লিকেই rename করুন একাধিক ফোল্ডারের
যেই ফোল্ডারগুলো rename করবেন, সেগুলো select করুন। এবার যেকোন একটির ওপর রাইট বাটন ক্লিক করুন। এবার rename এ ক্লিক করুন, একটি ফোল্ডার এর নাম আপনাকে লিখতে দেওয়া হবে। সেখানে আপনি picture লিখলে অন্যগুলো picture 2, picture 3, picture 4 নামে save হবে। এভাবে আপনার অনেক সময় বেঁচে যাবে।আপনার ল্যাপটপের ব্যাটারির যত্ন নিন
এখান থেকে 1.28 mb'র ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার নিচে ডানে দেখুন নীল রং-এর ছোট ব্যাটারির icon এসেছে। সেখানে ক্লিক করে ব্যাটারির সব তথ্য আপনি জানতে পারবেন।Some Flash Games
আমাদের প্রায় প্রত্যেকেরই Flash Game খুব পছন্দ। কিন্তু এটা ডাউনলোড কোন জায়গা থেকে করব-এটা খুজতেই আমাদের ১২ টা বেজে যায়। আপনি চাইলে এখান থেকে অনেক মজার মজার Flash Game ডাউনলোড করতে পারেন।
আমার পছন্দের দুটো Flash Game আপনাদের দিচ্ছিঃApple Shooter
Jungle ATV
এই টিউনটি করতে আমার অনেক কষ্ট হয়েছে, এরপর কি আমি আপনাদের কাছ থেকে কিছু কমেন্ট ও কিছু লাইক আশা করতে পারি না??
অবশ্যই আমার রিডার ভাইদের কাছ থেকে এটুকু আশা করতে পারি......সেই আশাতেই আজকের মতো বিদায় নিচ্ছি।
আমাকে ফেসবুকে
পাবেন সবসময়
ভাল থাকুন;নিরাপদে থাকুন……
…শুভ সকাল …
No comments:
Post a Comment