Thursday, August 22, 2013

ইন্টারনেট প্রোগ্রাম কে লক করে রাখুন অন্যদের কাছ থেকে

ছোট একটি সফট দিয়ে আপনি আপনার কম্পিউটারের ইন্টারনেট প্রোগ্রাম এর যে কোন ব্রাউজার কে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন যা আপনি ছাড়া অন্য কেউ আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকবে। এই জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, প্রথমে
এখান থেকে ইন্টারনেট লক করার জন্য Internet Lock 5.3.0 কে ডাউনলোড করে নিয়ে ইন্সটল দিন। মাত্র ৮৪১ কেবি।  ইন্সটলের সময় পাসওয়ার্ড দিয়ে নিন এবং ইন্সটল শেষে ডাউনলোড করা ফাইল থেকে ক্র্যাক ফাইলটি কপি করে C ড্রাইভে যেখানে এই প্রোগ্রাম টি ইন্সটল হয়েছে সেই প্রোগ্রাম ফাইল টি ওপেন করে Internet Lock ফাইলকে ওপেন করে পেস্ট করুন, ব্যাস সফটটি ফুল ভার্সন হয়ে যাবে। এবারে আপনি ডেস্কটপ আইকন এ ডাবল ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মত পাবেন————
 i1
এখানে আপনার দেয়া পাস দিয়ে সফটটি ওপেন করুন তাহলে নিচের চিত্রের মত পাবেন———-
i2.1 
এবারে Add এ ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন——————- 
i2 
এবারে Choose অথবা Browse এ ক্লিক দিয়ে আপনি ইন্টারনেটের যে প্রোগ্রাম টি এই সফটের আওতায় আনতে চান তা সিলেক্ট করে দিন এবং OK করুন। ব্যাস কাজ শেষ। এরপর যে কেউ ইন্টারনেট প্রোগ্রাম চালু করতে গেলেই পাসওয়ার্ড চাইবে যা আপনি জানেন অন্য কেউ নয়, সেই পাস দিয়ে তা ওপেন করুন। আজ এই পর্যন্ত। তাহলে বন্ধুরা উপভোগ করুন Internet Lock এবং আনন্দে থাকুন।

No comments:

Post a Comment