Monday, August 26, 2013

আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান ?

  তাহলে এই পোস্ট আপনার জন্য ।




আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আশাকরি আপনারা খুব ভাল আছেন , আমি আল্লার কাছে দোয়া করি যেন আপনারা সকলে ভাল এবং সুস্ত থাকেন। আজকে আপনাদের কে দেখাব কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করবেন । এর জন্য আমার নীচের ছোট্ট টিপস টি একটু লক্ষ করুন , তাহলে সব বুঝে যাবেন ।

১) প্রথমে এখানে যান তারপর যে অ্যাকাউন্ট টি ডিলিট করবেন তার User name এবং Password দিয়ে লগ অন করুন লগ অন করলেই নীচের চিত্রের মত একটি পেজ আসবে সেখানে Delete My Account এ ক্লিক করুন  । নীচের চিত্রে দেখুন >>




২) এবার Permanently Delete Account এই নামে একটি বক্স আসবে সেখানে আপনার ফেসবুকে যে password দেন এবং ওয়ার্ড ভেরিফিকেসন বক্সে সঠিক ভাবে লিখুন তারপর Okey তে ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন >>

* ব্যাস হয়ে গেল।ওকে দিয়ে বেরিয়ে আসুন।আপানর অ্যাকাউন্ট টি ১৪ দিন পর চিরতরে ডিলিট হয়ে যাবে।তবে আপনি চাইলে এই ১৪ দিনের মধ্যে  আপানর অ্যাকাউন্ট এ লগ অন করে আপানর ডিলিটের আবেদন বাতিল করতে পারবেন । 

বি.দ্র: আপনি যে অ্যাকাউন্ট ডিলিট করতে চান , একমাত্র সেই অ্যাকাউন্ট টি দিয়ে কাজটি পরীক্ষা করতে পারেন । ভুল করেও নিজের ব্যবহার করা অ্যাকাউন্ট দিয়ে কাজটি করবেন না , তাহলে আপনার দরকারি অ্যাকাউন্ট চিরতরে ডিলিট হয়ে যাবে । 

* আজকের মতো এই পর্যন্ত সবাই ভাল থাকবেন । আর আমার এই পোস্ট টি আপনাদের ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ।  


আমাকে ফেসবুকে পাবেন সবসময়



নিজে জানতে ও সকল কে জানাতে বিডি রিয়াজ.কমর সাথে থাকুন
ভাল থাকুন;নিরাপদে থাকুন……
শু সকাল



                                                                  *আল্লা হাফেজ*

No comments:

Post a Comment