Tuesday, August 27, 2013

Meizu MX3 ফোনের ঘোষণা আসছে আগামী ২ সেপ্টেম্বর !! দেখতে আইফোনের মত প্রায় !! না দেখলে মিস করবেন।

যদি এমন কোনও অ্যান্ড্রয়েড ফোনের কথা ভাবতে হয় যা কিনা দেখতে আইফোনের মত প্রায় তবে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড তবে Meizu এর নাম সবার আগে উল্লেখ্য। চায়নার এই প্রতিষ্ঠানটি তাদের Meizu MX সিরিজের মাধ্যমে প্রথম নাম করে যা কিনা দেখতে আইফোনের মত প্রায় তবে চলে অ্যান্ড্রয়েডে। তাদের সর্বশেষ ফোন Meizu MX2 সারা বিশ্বে ভালই সাড়া ফেলেছিল। তাদের এই ফোনটি
৮ মাসে প্রায় ৮ মিলিয়ন বিক্রি হয়। আর এখন Meizu এর তৃতীয় সংস্করণ MX3 বাজারে আসতে যাচ্ছে আগামী ২ সেপ্টেম্বর।
meizu.jpg
Meizu এর MX3 নিয়ে প্রায় কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল কথা। Meizu MX এবং Meizu MX2 এর সফলতার পর এর তৃতীয় সংস্করণ সকলেই আশা করছিল। ইন্টারনেটে এই সম্পর্কে প্রকাশ পেয়েছে নানা ছবিও। আর এখন Meizu আগামী ২ সেপ্টেম্বর চায়নার বেইজিং এ অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করা শুরু করেছে। ধারনা করা হচ্ছে এখানে Meizu MX3 এর ঘোষণা করা হবে। Meizu নিয়ে অফিসিয়াল কোন প্রকার তথ্য পাওয়া না গেলেও ইন্টারনেটে পাওয়া গেছে নানা ছবি। এছাড়া এর স্পেসিফিকেশন সম্পর্কে যা জানা গেছে তা হল-
  • ৫.১" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন যার রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেলস
  • অ্যান্ড্রয়েড সংস্করণঃ ফ্লাইম ৩.০ ইউজার ইন্টারফেস নির্ভর জেলিবিন ৪.২
  • স্যামসাং এক্সিনস ৫ অক্টা চিপসেট
  • ২ গিগাবাইট র‍্যাম
  • ১৩ মেগাপিক্সেল
ফ্লাইম ওএস এই ফোনের ইউজার ইন্টারফেসকে আইওএস এর মত করতে সাহায্য করে। আর এর স্পেসিফিকেশন এক গ্যালাক্সি এস৪ এর সাথে একই কাতারেই ফেলে। গতবছরও Meizu এর ফোন প্রথম দিককার সারিতেই ছিল। এখন দেখা যাক এ বছর Meizu এর নতুন ফোন কতটুকু জনপ্রিয়তা লাভ করে।

আমাকে ফেসবুকে পাবেন সবসময়




নিজে জানতে ও সকল কে জানাতে বিডি রিয়াজ.কমর সাথে থাকুন
ভাল থাকুন;নিরাপদে থাকুন……
শু সকাল

No comments:

Post a Comment