Thursday, August 22, 2013

হাইস্পিডে নেট ব্রাউজ করতে চাইলে এই ব্রাউজিং সফটওয়্যার ব্যাবহার করুন।

আচ্ছালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? নেট ব্রাউজিং এর জগতে মজিলা এবং গুগল ক্রোম হল সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ, তারি সাথে আরো একটি ব্রাউজার দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে, এর নাম হল ড্রাগন ব্রাউজার আমি একে মজিলার সাথে মিলিয়ে দেখলাম আমার কাছে ভালোই লাগলো।
বিশেষ করে স্পিড এর কথা বলছি এতে দারুন স্পিড দেখলাম তাই আপনি ও একবার ট্রাই করে দেখতে পারেন। এই ভার্সনটি একদম
লেটেস্ট এবং আপডেট
ড্রাগন ব্রাউজার ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন। সাইজ ৩২,এমবি
সব ইউন্ডোজে সমর্থন করবে।
আজ এ পর্যন্তই
সবাই ভাল থাকুন
>>রিয়াজ<<

No comments:

Post a Comment