Friday, August 23, 2013

দেশের বাজারে এখন সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ছড়াছড়ি। তার ধারাবাহিকতায় ওয়ালটন এবার নিয়ে এল সাশ্রয়ী স্মার্টফোন Walton Primo C1।






দেশের বাজারে এখন সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ছড়াছড়ি। তার ধারাবাহিকতায় ওয়ালটন এবার নিয়ে এল সাশ্রয়ী স্মার্টফোন Walton Primo C1।


file_51231cf37f82a


বিস্তারিত

নেটওয়ার্ক:  ২জি (জিএসএম/জিপিআরএস/ইডিইজি ৯০০/১৮০০ মেগাহার্জ)
জিপসেট:  ১ গিগাহার্জ প্রসেসর
মেমোরি : রম ৫১২ মেগাবাইট, র‌্যাম: ২৫৬ মেগাবাইট।
অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ২.৩  (Gingerbread)
ওজন: ১১২. ১৭৮
ডাইমেনশন :  ১১৬ * ৬১* ১২ মিমি
ডিসপ্লে :৩.৫ ”, টিএফটি,ক্যাপসিটিভ টাচ, এইচ ভিজিএ (৩২১*৪৮০ পিক্সেল)
ক্যামেরা: ২ মেগাপিক্সেল
মাল্টিমিডিয়া:  ফুল মাল্টিমিডিয়া, ৩.৫ মিমি স্টরিও অডিও জ্যাক
এফ এফ: এফ রেডিও
মেমোরি কার্ড: মেমোরি কার্ড সাপোর্ট  (মাইক্রো এসডি ৩২ জিবি সাপোর্টেড). 
সার্ভিস: ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন, হটস্পট, এমএমএস
ব্লুটুথ: ব্লুটুথ ২.১
সেন্সর:  এক্সিলারেটর সেন্সর, সাউন্টড সেন্সর
অ্যাপ্লিকেশন :ফেসবুক, কিংসফট অফিস, অ্যাডোব রিডার, স্কাইপি
ইউএসবি: চার্জিং এবং ডাটা ট্রান্সফার (মাইক্রো ইউএসবি2.0)
ব্যাটারী: ১৩০০ অ্যাম্পিয়ার

** সাথে ৪ জিবি মাইক্রো এসডি কার্ড
** ৪ রকমের কালার।

অফিশিয়ালি স্মার্টফোন এর দামটি এখনো প্রকাশিত হয় নি।

No comments:

Post a Comment