Thursday, August 22, 2013

Zekr-কোরআন পড়া, শোনা, বুঝা এবং খোঁজার জন্য একটি সেরা সফটওয়ার

কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত কথাটি প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই যতটুকু সম্ভব নিয়মিত কিছু কিছু আয়াত তেলাওয়াত করা প্রত্যেক ঈমানদার লোকের জন্য খুব প্রয়োজন কিন্তু কাজের ব্যস্ততা আর সুযোগ-সুবিধার কারণে এই সর্বোত্তম কাজটি আমরা করতে পরি না আর এ কাজটিকে কিছুটা হলেও সহজ করে দিতে তৈরি করা হয়েছে Zekr নামের একটি সফটওয়ার এ সফটওয়ারটি দিয়ে শুধু তেলয়াত পাঠ করা নয় শোনাও যাবে অসংখ্য জনপ্রিয় ক্বারীদের কণ্ঠে এছাড়া রয়েছে বাংলাসহ বেশ কয়েকটি ভাষায় তরজমা তাছাড়া শব্দ বা বাক্য খোঁজার জন্য রয়েছে এক বিশাল সুবিধা যা দিয়ে কোরআনের কোন বিষয় খুব দ্রুত খোঁজে বের করা যাবে


কি কি প্রয়োজন হবেঃ
সফটওয়ারটি রান করার জন্য পিসিতে Java Installed থাকতে হবে যাদের পিসিতে Java Installed করা নেই তারা প্রথমে Java Site থেকে সফটওয়ারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন

বাংলায় শব্দ খোঁজার জন্য লাগবে Avro যাদের নেই তারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন Avro Site থেকে বা আমার কাস্টমাইজ করা Avro Silent Pack টি

বাংলা তরজমার ফন্টগুলো সুন্দরভাবে দেখার জন্য দরকার হবে SolaimanLipi ফন্ট SolaimanLipi (Normal, Bold, Italic) ফন্ট ডাউনলোড করে নিতে পারেন Omicronlab থেকে অথবা আমার বাছাই করা Unicode Fonts গুলো ডাউনলোড করে নিনএগুলো অনেক কাজের ফন্টস।

উপরের তিনটি কাজ করার পর এবার লাগবে Zekr সফটওয়ারটি Zekr Site থেকে Download করে নিন

এখন ডাউনলোড করতে হবে বাংলা Translation বা তরজমা বাংলাতে এখনো দুটো তরজমা তৈরি হয়েছে একটি করেছেন আমাদের দেশীয় মাওলানা মাসিক মদিনার সম্পাদক জনাব মুহীউদ্দিন খান সাহেব যিনি সৌদি সরকারের মুদ্রীত কোরআনের তরজমা করেছেন এটি আমার কাছে ভাল লাগে এছাড়া আরেকটি হলো ভারতের আসাম রাজ্যের বিশিষ্ট ইসলামী গবেষক জনাব জহুরুল হক সাহেব যিনি বাংলা, ইংরেজী, আসামী সহ কয়েকটি ভাষায় কোরআনের তরজমা করেছেন নিচের লিংক থেকে পছন্দের তরজমাটি ডাউনলোড করে নিন ফাইলগুলো জিপ করা এবং সাইজে মাত্র কয়েক কিলোবাইট তাই দুটোই ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার পর Rename বা Unzip করবেন না



বাংলা অর্থ ইনস্টল ও ব্যবহার করার পদ্ধতিঃ
সফটওয়ারটি ইনস্টল করার পরই কিন্তু বাংলা অর্থ বা তরজমাগুলো পাওয়া যাবে না বরং কিছুক্ষণ আগে ডাউনলোড করা তরজমাগুলো দেখার জন্য এগুলো ইনস্টল করতে হবে তবে কাজটি খুবই সহজ নিচের মত করে খুব সহজে কাজগুলো করে যান

প্রথমে Zekr সফটওয়ারটি ইনস্টল করে রান করুনই্নস্টল করার পর এটি Start Menu>All Programs এ পাবেন।
undefined


Tools>Add>Translation... এ ক্লিক করুন

Browse করে দেখিয়ে দিন আপনার পছন্দের তরজমা বা Translation টি
undefined

User Profile এর জন্য অপশন আসবে যেকোন একটি সিলেক্ট করে OK দিন
undefined


Translation Add হওয়ার পর Successful মেসেজ পাবেন OK দিন


এভাবে আপনার পছন্দের যতটা Translation আছে এড করে নিতে পারেন এড করার পর সফটওয়ারটি Close করে আবার রান করুন

View>Translation এ গিয়ে আপনার পছন্দের তরজমা বা Translation টি সিলেক্ট করে দিন


 হয়ে গেলো আপনার কাজ এবার বাংলায় তরজমাসহ দেখুন। 


তেলাওয়াত শোনা এবং ইনস্টল করার পদ্ধতিঃ
সফটওয়ারটি ইনস্টল করার পর পরই তেলয়াওয়াত শুনতে চায়লে আপনার Internet Connection প্রয়োজন হবে অনেকগুলো ক্বারীর কন্ঠে কোরআন তেলাওয়াত শোনার সুযোগ পাবেন ওখানে এ জন্য প্রথমে Internet চালু থাকাবস্থায় সফটওয়ারটি রান করুন তারপর Audio>Recitation এ গিয়ে যেকোন একটি Online তেলাওয়াত সিলেক্ট করে দিন



এখন তালিকা থেকে যেকোন একটি সূরা সিলেক্ট করে Go বাটনে ক্লিক করুন তারপর নিচের প্লে বাটনে ক্লিক করলেই শুরু হয়ে যাবে সিলেক্টেড সূরার তেলাওয়াত


এভাবে আপনি Internet Connection থাকলে পছন্দের যেকোন ক্বারীর কন্ঠে যেকোন সূরার তেলাওয়া শুনতে পাবেন এমনকি ইচ্ছে করলে পুরো কোরআন! আর যদি Internet Connection ছাড়া শুনতে চান তাহলে আপনাকে যেকোন একটি ক্বারীর তেলাওয়াত ডাউনলোড কর নিতে হবে Recitation Page থেকে অনলাইনে শুনার পর যেটা আপনার পছন্দ সেটা ডাউনলোড করে নিন আমার ভাল লাগে Al Afasy’র তেলাওয়াত। ডাউনলোড করার পর Rename বা Unzip করবেন না এর আগে যেভাবে Translation Add করেছেন সেভাবেই এড করতে হবে নিচে দেখুন বিস্তারিত

প্রথমে Zekr সফটওয়ারটি রান করুন

Tools>Add>Recitation (*.recit.zip)... এ ক্লিক করুন

Browse করে দেখিয়ে দিন আপনার পছন্দের তেলাওয়াতটি


User Profile এর জন্য অপশন আসবে যেকোন একটি সিলেক্ট করে OK দিন


Add হওয়া শুরু হবে কিছুক্ষণের মধ্যে এড হয়ে যাবে

Recitation Add হওয়ার পর Successful মেসেজ পাবেন OK দিন
 
এভাবে আপনার পছন্দের যতটা Recitation আছে এড করে নিতে পারেন এড করার পর সফটওয়ারটি Close করে আবার রান করুন

এবার Audio>Recitation এ এ গিয়ে আপনার পছন্দের তেলাওয়াত বা Recitation টি সিলেক্ট করে দিন লিস্টে এটি Offline হিসেবে দেখা যাবে হয়ে গেলো আপনার কাজ

তারপর যেকোন তালিকা থেকে একটি সূরা সিলেক্ট করে Go বাটনে ক্লিক করুন তারপর নিচের প্লে বাটনে ক্লিক করলেই শুরু হয়ে যাবে সিলেক্টেড সূরার তেলাওয়াত যা ইতিপূর্বে করেছেন।


শব্দ খোঁজার পদ্ধতিঃ
আমার কাছে শব্দ খোঁজার এ অপশনটি খুবই ভাল লেগেছে যেমন আপনি কোরআনে রোযা সম্পর্কিত কয়টি আয়াত আছে বা কি কি বিষয় উল্লেখ আছে তা জানতে চাচ্ছেন Search বক্সে অভ্র দিয়ে রোয়া লেখে এন্টার চাপুন এখন দেখুন আপনার সার্চের ফলাফল উপরের +Quran বাটনে ক্লিক করলে বাংলাগুলোর আরবিসহ দেখাবে মন চায়লে পাশের প্লে বাটনে ক্লিক করে ঐ আরবীগুলোর তেলাওয়াতও শুনতে পারেন শব্দগুলো বানান পরিবর্তন করলে আরো তথ্য পেতে পারেন।
undefined

No comments:

Post a Comment