ইন্টারনেট প্রতারণা ও সাইবারক্রাইমের অনেক আগে থেকেই চলে আসছে
প্রাসঙ্গিক আরেকটি প্রতারণা – ফোন ফ্রড। তা ছড়িয়ে পড়েছে মোবাইল ফোনের
জগতেও। এই ফোন ফ্রডের উপরে সম্প্রতি বাংলাদেশের নানা পত্রপত্রিকায় খবর
ছাপা হচ্ছে, তাই এই ফোন
ফ্রডের কিছু ব্যাপারে সবাইকে সতর্ক করতে চাই।ফোন ফ্রড অনেকভাবেই হতে পারে, সোশাল ইঞ্জিনিয়ারিং তো আছেই, যেখানে ফোন করে আপনি লটারি জিতেছেন, বড় অংকের টাকা পেতে এখানে কিছু ফি দেন, এরকম তো আছেই। সেটা নিয়ে হয়েছে অনেক আলোচনা, কিন্তু অন্য রকমের ফোন ফ্রড সম্পর্কে অনেকেই জানেন না।
এরকম ফোন ফ্রডের মধ্যে 809 scam বা Wangiri scam বেশ চালু সারা বিশ্বে, সম্প্রতি বাংলাদেশেও এটা ছড়িয়ে পড়েছে। ব্যাপারটা বোঝার আগে ফোন সিস্টেমের বিলিং চার্জ কীভাবে হয়, তা একটু ব্যাখ্যা করি। অনেক ফোন কোম্পানিই প্রিমিয়াম নাম্বার রাখে, যেখানে ফোন করলে নর্মাল চার্জের পাশাপাশি মিনিট প্রতি সার্ভিস চার্জ দেয়া লাগে ঐ নম্বরের মালিককে। আর আন্তর্জাতিক কলের ক্ষেত্রে ব্যাপারটা আরো গোলমেলে। ধরুন আপনি গ্রামীণফোন থেকে কল করলেন বিদেশের কোনো নম্বরে। সেখানে ফোন করার জন্য গ্রামীণ আপনাকে যা বিল করবে, তার একটা অংশ পাবে যেই নম্বরে ফোন গেছে, সেই ফোন কোম্পানী। আর যদি ঐ নম্বরটা প্রিমিয়াম নম্বর হয়, তাহলে তো কথাই নাই, ফোন নম্বরের মালিক ইচ্ছামত যা চার্জ করে, গ্রামীণ আপনাকেও সেই চার্জ করবে। আর পুরা ব্যাপারটা আইনমোতাবেকই হচ্ছে।
এখন এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে অনেক প্রতারক নতুন ধান্ধা খুলে বসেছে। অসাধু ফোন কোম্পানির সহায়তায় তারা প্রিমিয়াম নম্বর খুলে বসে, তার পর অটোডায়ালার সফটওয়ার দিয়ে মিস কল দিতে থাকে অন্য দেশের নানা জায়গায়। যেহেতু কল করতে হচ্ছেনা, তাদের খরচ নাই আদৌ। আর সফটওয়ার দিয়ে অটো-ডায়াল করাতে দিনে হাজার হাজার এমন মিস কল দিতে পারে।
এমন হাজারটা মিস কল দিলে কেউ না কেউ আগ্রহ বশত কল রিটার্ন তো করবেই, তাই না? ব্যস। এরা পেয়ে বসলো। আন্তর্জাতিক কলের জন্য আপনাকে তো দিতে হবে রেট অনুযায়ী চার্জ, তার উপরে সেই প্রিমিয়াম নম্বর এর ধান্ধাবাজ মালিক যা রেট ধরে রেখেছে, আপনাকে সেটাও দিতে হবে। বলাই বাহুল্য, সেই চার্জটা আকাশ ছোঁয়া।
এই ব্যাপারটার উদ্ভব ঘটে জাপানে, সেখানে এই প্রতারণা পদ্ধতির নাম Wangiri। তবে এখন নানা গরীব দেশ যেমন আফ্রিকা বা ক্যারিবিয়ানের দেশে এই প্রতারণার ব্যাপক বিস্তার ঘটেছে। বাংলাদেশেও সম্প্রতি অনেকে এই প্রতারণার শিকার হয়েছেন।
তাই সাধু সাবধান, অচেনা বিদেশী নম্বর থেকে মিস কল পেলে রিটার্ন কল দিবেন না কখনোই।
এবং আমার বাতিজি ফোন ফ্রড কল – শিকার হল তাকি বলে ফোন করে আপনি লটারি জিতেছেন আমি এখন আপনি ২১ হাজার টাকা পাবেন তাকে বল্ল আপনাদের এখানে বিকাশ নাম্বার আসে বিকাশ নাম্বার টা দিলও ০১৭৮৩৫৫০৫৬৫ নাম্বাটা দিবার পর তাকি বল্ল আমি ২১ হাজার টাকা পাটালাম টাকা পাবার পর তাকি বলে আপনি আরও এক লক্ষ টাকা পাবেন কিন্তু শর্ত আছে আপনি আমাকি ২০ হাজার এই ০১৭+ বিকাশ নাম্বারে পাটাবেন তাহলে এক লক্ষ টাকা পাবেন আমি ২১ হাজার টাকা জন্য গেল দোখানে সবুজ ভাই আমার ২১ হাজার টাকা আসলো বিকাশে সেই Messages দেখি বলল টাকা এসেছি বাট টাকা ব্যালেন্স দাখে কিন্তু ব্যালেন্স টাকা আসেনাই তার পর তাকে ফোন কারলাম টাকাত আসেনাই এর পর তার ফোন অপ এটা হল ফোন ফ্রড বা স্ক্যাম কল – শিকার
মুল লেখা রিয়াজ
ফ্রডের কিছু ব্যাপারে সবাইকে সতর্ক করতে চাই।ফোন ফ্রড অনেকভাবেই হতে পারে, সোশাল ইঞ্জিনিয়ারিং তো আছেই, যেখানে ফোন করে আপনি লটারি জিতেছেন, বড় অংকের টাকা পেতে এখানে কিছু ফি দেন, এরকম তো আছেই। সেটা নিয়ে হয়েছে অনেক আলোচনা, কিন্তু অন্য রকমের ফোন ফ্রড সম্পর্কে অনেকেই জানেন না।
এরকম ফোন ফ্রডের মধ্যে 809 scam বা Wangiri scam বেশ চালু সারা বিশ্বে, সম্প্রতি বাংলাদেশেও এটা ছড়িয়ে পড়েছে। ব্যাপারটা বোঝার আগে ফোন সিস্টেমের বিলিং চার্জ কীভাবে হয়, তা একটু ব্যাখ্যা করি। অনেক ফোন কোম্পানিই প্রিমিয়াম নাম্বার রাখে, যেখানে ফোন করলে নর্মাল চার্জের পাশাপাশি মিনিট প্রতি সার্ভিস চার্জ দেয়া লাগে ঐ নম্বরের মালিককে। আর আন্তর্জাতিক কলের ক্ষেত্রে ব্যাপারটা আরো গোলমেলে। ধরুন আপনি গ্রামীণফোন থেকে কল করলেন বিদেশের কোনো নম্বরে। সেখানে ফোন করার জন্য গ্রামীণ আপনাকে যা বিল করবে, তার একটা অংশ পাবে যেই নম্বরে ফোন গেছে, সেই ফোন কোম্পানী। আর যদি ঐ নম্বরটা প্রিমিয়াম নম্বর হয়, তাহলে তো কথাই নাই, ফোন নম্বরের মালিক ইচ্ছামত যা চার্জ করে, গ্রামীণ আপনাকেও সেই চার্জ করবে। আর পুরা ব্যাপারটা আইনমোতাবেকই হচ্ছে।
এখন এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে অনেক প্রতারক নতুন ধান্ধা খুলে বসেছে। অসাধু ফোন কোম্পানির সহায়তায় তারা প্রিমিয়াম নম্বর খুলে বসে, তার পর অটোডায়ালার সফটওয়ার দিয়ে মিস কল দিতে থাকে অন্য দেশের নানা জায়গায়। যেহেতু কল করতে হচ্ছেনা, তাদের খরচ নাই আদৌ। আর সফটওয়ার দিয়ে অটো-ডায়াল করাতে দিনে হাজার হাজার এমন মিস কল দিতে পারে।
এমন হাজারটা মিস কল দিলে কেউ না কেউ আগ্রহ বশত কল রিটার্ন তো করবেই, তাই না? ব্যস। এরা পেয়ে বসলো। আন্তর্জাতিক কলের জন্য আপনাকে তো দিতে হবে রেট অনুযায়ী চার্জ, তার উপরে সেই প্রিমিয়াম নম্বর এর ধান্ধাবাজ মালিক যা রেট ধরে রেখেছে, আপনাকে সেটাও দিতে হবে। বলাই বাহুল্য, সেই চার্জটা আকাশ ছোঁয়া।
এই ব্যাপারটার উদ্ভব ঘটে জাপানে, সেখানে এই প্রতারণা পদ্ধতির নাম Wangiri। তবে এখন নানা গরীব দেশ যেমন আফ্রিকা বা ক্যারিবিয়ানের দেশে এই প্রতারণার ব্যাপক বিস্তার ঘটেছে। বাংলাদেশেও সম্প্রতি অনেকে এই প্রতারণার শিকার হয়েছেন।
তাই সাধু সাবধান, অচেনা বিদেশী নম্বর থেকে মিস কল পেলে রিটার্ন কল দিবেন না কখনোই।
এবং আমার বাতিজি ফোন ফ্রড কল – শিকার হল তাকি বলে ফোন করে আপনি লটারি জিতেছেন আমি এখন আপনি ২১ হাজার টাকা পাবেন তাকে বল্ল আপনাদের এখানে বিকাশ নাম্বার আসে বিকাশ নাম্বার টা দিলও ০১৭৮৩৫৫০৫৬৫ নাম্বাটা দিবার পর তাকি বল্ল আমি ২১ হাজার টাকা পাটালাম টাকা পাবার পর তাকি বলে আপনি আরও এক লক্ষ টাকা পাবেন কিন্তু শর্ত আছে আপনি আমাকি ২০ হাজার এই ০১৭+ বিকাশ নাম্বারে পাটাবেন তাহলে এক লক্ষ টাকা পাবেন আমি ২১ হাজার টাকা জন্য গেল দোখানে সবুজ ভাই আমার ২১ হাজার টাকা আসলো বিকাশে সেই Messages দেখি বলল টাকা এসেছি বাট টাকা ব্যালেন্স দাখে কিন্তু ব্যালেন্স টাকা আসেনাই তার পর তাকে ফোন কারলাম টাকাত আসেনাই এর পর তার ফোন অপ এটা হল ফোন ফ্রড বা স্ক্যাম কল – শিকার
মুল লেখা রিয়াজ
আমাকে ফেসবুকে
পাবেন সবসময়
ভাল থাকুন;নিরাপদে থাকুন……
…শুভ রাত্রি …
No comments:
Post a Comment