Wednesday, August 21, 2013

এবার বিপ ছাড়া কল রেকর্ড করুন নিশ্চিন্তে!!! (সিম্বিয়ান ব্যবহারকারীদের জন্য)

আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল একটি অতি গুরুত্বপুর্ণ বস্তু। এই যন্ত্রটিকে অনেকেই অনেকভাবে ব্যবহার করে। অনেক গুরুত্বপুর্ণ ব্যবসায়িক আলোচনা ও চুক্তি ও আজকাল মোবাইলের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু বর্তমানে একটি সমস্যা হলো, মোবাইলে মানুষের মিথ্যা বলার প্রবণতা। আজকাল অধিকাংশ মানুষ ই মোবাইলে কারণে, অকারণে মিথ্যা কথা বলে। অনেকে মিথ্যা ওয়াদা করে, এমনকি ভুয়া অনেক ব্যবসায়িক..
এসব কারণের জন্যই মোবাইলে কল রেকর্ডের প্রয়োজনীয়তা এক সময় মানুষ অনুভব করে। বর্তমানে বাজারে সুলভ মূল্যে বিক্রিত চাইনিজ মোবাইল গুলোতে এই সুবিধাটি এমনিতেই পাওয়া যায়। আর এন্ড্রয়েড/উইন্ডোজ ফোন গুলোর জন্যে তো এ্যাপ স্টোরে হাজার হাজার কল রেকর্ডার এ্যাপ্লিকেশন, আর তার মধ্যে প্রায় সব কটিতেই বিপ ছাড়া কল রেকর্ড করার অপশনটি রয়েছে। কিন্তু সমস্যায় পরেছে আমাদের মতো সিম্বিয়ান ব্যবহারকারীরা। সিম্বিয়ানে বিপ ছাড়া কল রেকর্ড করা যায়, এমন কোনো ভালো কল রেকর্ডার নেই। ইন্টারনেটে Boldbeast Recorder নামে একটি রেকর্ডার পাওয়া যায়, যাতে প্রথম প্রথম কয়েকদিন বিপ ছাড়া কল রেকর্ড করা যায় ঠিকই, কিন্তু পরবর্তীতে এটি আবার সমস্যা করে। আর তাই আমি আজ সিম্বিয়ান ব্যবহারকারীদের জন্য একটি অসাধারণ কল রেকর্ডার নিয়ে এসেছি, যার নাম Best CallRecorder।
best-callrecorder-01-100x100
এর বৈশিষ্ট্য হচ্ছে, অফ না করা পর্যন্ত এটি কল রেকর্ড করে যাবে, অবশ্যই বিপ ছাড়া। আমি গত ৮ মাস যাবৎ এটি ব্যবহার করে যাচ্ছি, কোনো সমস্যা করে নি।
ব্যবহার নির্দেশনাঃ
১। এখান থেকে রার ফাইলটি ডাউনলোড করে নিন। (ফোনটি হ্যাকড থাকতে হবে, কারণ পরে কাজে লাগবে, সিম্বিয়ান হ্যাকিং এর টিউটোরিয়াল পেতে এখানে ক্লিক করুন।)
২। সাধারণ নিয়মে ইন্সটল করুন।
৩। এ্যাপটি চালু করুন, এবং কীজেন থেকে সিরিয়াল জেনারেট করে রেজিস্টার করে নিন। (কীজেন রার ফাইল এ আছে।)
Scr000004 (2)


Scr000001

Scr000002

৪। এবার নিচের চিত্র অনুসারে কাজ করুনঃ
Scr000003

Scr000001 (2)

Scr000006


Scr0000024


Scr000005


Scr000007

একইভাবে Private Number, এবং Not in contacts অপশনগুলোতে ও একই কাজ করুন।

৫। এবার Done এ Tap করুন।
Scr000004

৬। এবার, রার ফাইল এ দেখুন Record Tone Off নামের ফোল্ডারে Record Tone Off.rmp নামে একটি ফাইল রয়েছে। এই ফাইলটিকে পিসি থেকে ফোনের মেমোরি কার্ডে কপি করুন। এরপর মোবাইলের X-Plore, অথবা FExplorer সফটওয়্যার এর মাধ্যমে ফাইলটিকে ফোনের C ড্রাইভের Patches নামক ফোল্ডারটিতে পেস্ট করুন।(এই কাজের জন্যেই ফোনটি হ্যাক করা থাকতে হবে।)
৭। এখন, RomPatcherPlus সফটওয়্যারটি চালু করুন। দেখুন, সেখানে Record Tone Off নামে একটি অপশন এসেছে। অপশনটির ওপর Tap করে প্যাচটি এক্টিভ করে দিন।
Scr000003 (2)

৮। ব্যাস!!! এবার খুশিমতো কল রেকর্ড করতে থাকুন আপনার সিম্বিয়ান মোবাইলে!!!

No comments:

Post a Comment