Thursday, August 29, 2013

(USB) লক করুন কোন সফটওয়্যার ছাড়াই!


প্রথমে আপনার কম্পিউটারের My Computer এ যান। তার পর My Computer এর উপর মাউস পয়েন্টটার রেখে রাইট বাটন ক্লিক করুন তার পর Properties এ যান। সেখান থেকে Hardware সিলেক্ট করে
Device Manager এ যান। এবার আপনার কম্পিউটারের ইউ এস বি (USB) পোর্টে একটা কার্ড রিডার ঢুকান। তার পর দেখতে পাবেন Storege volumes নামে নতুন একটা অপশন এসেছে। তার পর এটার উপর ক্লিক করলে Generic volumes নামে একটা অপশন পাওয়া যাবে তখন সেটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Disable সিলেক্ট করুন। আর তখন Disable এর জায়গায় Enable লেখা চলে আসবে এবং আপনার কম্পিউটারের ইউ এস বি (USB) পোর্ট চালু করতে Enable সিলেক্ট করুন।ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আমাকে ফেসবুকে পাবেন সবসময়



নিজে জানতে ও সকল কে জানাতে বিডি রিয়াজ.কমর সাথে থাকুন
ভাল থাকুন;নিরাপদে থাকুন……
শু রাত্রি

No comments:

Post a Comment